রাজশাহীর তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালে দুর্নীতি করায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৩ লাখ টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন মামলাটি করেছেন। অভিযুক্ত অন্যরা হলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের (৫৬), উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল হক (৪১) এবং ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম (৫৮)।
দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে আর্থিক লাভবান হওয়ার অসৎ উদ্দেশে ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য তাহেরপুর পৌর এলাকায় অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ ও শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করে কাজ বাস্তবায়ন দেখিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ ঢাকা আত্মসাত করেছেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) থেকে আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। এর আগে তিনি তাহেরপুর পৌরসভার তিনবারের মেয়র ছিলেন। এমপি হওয়ার পর আবুল কালাম আজাদ উপ-নির্বাচনে তার স্ত্রী খন্দকার শায়লা পারভিনকে মেয়র করেছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ