রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। টিকা না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। এ ঘটনায় পান্থপথে যানচলাচল বাধাগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। তাদের অভিযোগ, আজ তারা বিভিন্ন হাসপাতাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর টিকা নেওয়ার জন্য আসলেও সেখানে টিকা নেই। পরে তাদের জানানো হয়, পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা পাওয়া যাবে। কিন্তু হাসপাতালেও টিকার সংকট দেখা দেয়, ফলে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন।
শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের জানান, প্রবাসীদের সড়ক অবরোধের কারণে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠেছে। স্কয়ার হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হয়, কিন্তু এদিন প্রায় ৩০০ জন প্রবাসী টিকা নিতে আসেন। তাদের অধিকাংশই সৌদি প্রবাসী, আবার অনেকে ওমরা হজের যাত্রী।
বিডি প্রতিদিন/আরাফাত