সাভারে শুক্কুর সিকদার (৩৪) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুক্কুর সিকদার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর সিকারদার পাড়া এলাকার গিয়াস উদ্দিন গেদুর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বিরুলিয়ার সামাইর এলাকায় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুক্কুর আলীর লাশ উদ্ধার করা হয়। তার গলা ও মুখে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর লাশটি ফেলে গেছে।
তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘রবিউল ও শুক্কুর এক সময় একসঙ্গে রংয়ের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বিডি প্রতিদিন/জামশেদ