রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

আন্দোলনে যাচ্ছে সরকারি কর্মচারীরা

পদবি ও বেতন বৈষম্য অবসানের দাবিতে ২ নভেম্বর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। এই পরিষদের সদস্য ১২ লক্ষাধিক। গতকাল গণপূর্ত অধিদফতরের সম্মেলনকক্ষে পরিষদের মতবিনিময় সভায় ১৩টি অঙ্গসংগঠনের নেতারা এ ঘোষণা দেন। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়- ২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব বিভাগীয় শহরে কর্মচারী সমাবেশ, ১৬ থেকে ১৮ নভেম্বর কালো ব্যাজ ধারণ, ২৫ থেকে ২৭ অক্টোবর ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং ১০ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী সমাবেশ করা হবে।

সর্বশেষ খবর