রাজধানীর বনানীতে মেজবাহ উদ্দিন (৭১) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর ২৫/এ নম্বর রোডের ৯১ নম্বর বাড়ির পঞ্চম তলার বি-৫ ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে।