চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মার চরে স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের লুৎফর মুকিমের ছেলে নয়ন (২০) ও রহমানের ছেলে ইমন আলী (২০)। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, ধর্ষণের ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেম ছিল। এর সূত্র ধরে নয়নসহ দুই বন্ধু মেয়েটিকে নৌকায় পদ্মায় ঘুরতে নিয়ে ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগী পরিবার বিষয়টি চেপে যায়। ১০ নভেম্বর তিনজনকে আসামি করে মামলা হলে পুলিশ ওই দিনই নয়ন ও ইমনকে গ্রেপ্তার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।