বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্মাণ হচ্ছে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল

কাল ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বমানের চিকিৎসা সেবা এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করার লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে আন্তর্জাতিক মান অনুসারে। চিকিৎসার সমান্তরালে চলবে শিক্ষা ও গবেষণা কার্যক্রমও। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০১৬ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘এস্টাবলিশমেন্ট অব আ মাল্টি-ডিসিপ্লিনারি অ্যান্ড সুপার স্পেশালাইজড হসপিটাল বিএসএমএমইউ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন হয়েছে। নির্মাণ প্রস্তুতিও শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ উদ্বোধনের অপেক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উত্তর দিকে কেবিন ব্লকের পেছনে ১২ বিঘা জমির ওপর এই সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর