শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুই মাসেই ধসে পড়ল ১০ কোটি টাকার রিটার্নিং ওয়াল!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিটার্নিং ওয়াল নির্মাণের দুই মাসের মধ্যেই ধসে পড়েছে। নগরীর নোয়াগাঁও চৌমুহনী থেকে বেলতলী সড়কের নোয়াগাঁও রেলগেটের পূর্ব অংশে আনুমানিক ২০০ মিটার রিটার্নিং ওয়াল খালে ধসে পড়ে। গতকাল ধসে পড়ার ছবি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজটি নিম্নমানের। বৃহস্পতিবার এর অনেকাংশ ধসে পড়েছে। নোয়াগাঁও থেকে বেলতলী পর্যন্ত এর বাকি অংশ কোথাও কোথাও বাঁকা ও ফাটল রয়েছে। কুসিক সূত্র জানায়, নগরীর নবাববাড়ি চৌমুহনী থেকে  নোয়াগাঁও হয়ে বেলতলী ব্রিজ পর্যন্ত এই রিটার্নিং ওয়ালের নির্মাণ ব্যয় প্রায় ১০ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিএইচএল এবং হক এন্টারপ্রাইজ যৌথ উদ্যোগে নির্মাণকাজটি করেছে। কুসিকের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ জানান, পার্শ্ববর্তী রাস্তার মাটি তুলে রাখা ও বেকু দিয়ে খাল খননের কারণে রিটার্নিং ওয়ালের তলদেশের মাটি সরে যাওয়ায় ধসে পড়েছে। কুসিকের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ধসে পড়ার পর বৃহস্পতিবার কুসিকের প্রকৌশলীরা ওই স্থানটি পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর