আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু আয়োজন করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়বে। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের লবিং বাড়াতে হবে। বিশেষ করে রাজনীতিবিদ, বিজ্ঞানী, ব্যবসায়ীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক শক্তিশালী করা জরুরি। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর দ্বিতীয় দিনের সংলাপে বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত সংলাপে অংশ নেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান ক্যাথরিন চেচিলসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক, জাপান, সুইজারল্যান্ডসহ দেশ-বিদেশের অন্তত ৭০ জন আলোচক।
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বলেন, বিশাল জনসংখ্যা বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। কিন্তু দারিদ্র্য, প্রতিষ্ঠানিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যা উন্নয়নের পথে বড় বাধা। টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান প্রয়োজন। এ ক্ষেত্রে চলমান সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে ৩০টির বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করেছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপও গ্রহণ করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।