শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেয়র লোকমান হত্যা মামলার দায় থেকে ১১ জনকে অব্যাহতি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চাঞ্চল্যকর মেয়র লোকমান হত্যা মামলার দায় থেকে ১১ জন আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত। ৩১ অক্টোবর দীর্ঘ ৮ মাস জুডিশিয়াল তদন্ত শেষে চিফ জুডিশিয়াল কোর্ট থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। গতকাল নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হত্যা মামলা থেকে অব্যাহতি পাওয়া বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাজ উদ্দিন ভূঞা।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাচ্চু,  তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাজ উদ্দিন ভূঞা, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মো. মনজুর আহমেদ, রহমান প্রেসের মালিক মনোয়ার হোসেন খান মইন, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের এপিএস মাসুদুর রহমান মুরাদ, ব্যবসায়ী হিরণ মিয়া, আমু মিয়া, মামুন মিয়া, সাবেক ছাত্রনেতা কবির সরকার, বিএনপির সাবেক নেতা তারেক আহমেদ ও নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আমীরুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মো. মনজুর, নরসিংদী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর