শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিসিএসআইআরের তিন দিনব্যাপী কংগ্রেস শুরু

নিজস্ব প্রতিবেদক

তিন দিনব্যাপী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর কংগ্রেস ২০১৯ গতকাল শুরু হয়েছে। ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজনে সায়েন্স ল্যাবরেটরি ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিসিএসআইআর চেয়ারম্যান মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞ, কানাডা, চায়না, ইন্ডিয়া, ফিনল্যান্ড, কোরিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের গবেষণা কর্মকান্ডের পেপার উপস্থাপন করেন।

 তিন দিনের এ আয়োজনে দেশি-বিদেশি প্রায় দুই শতাধিক বৈজ্ঞানিক গবেষণা কর্মকান্ডের পেপার উপস্থাপন করবেন বিশেষজ্ঞরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর