সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাবিতে ছাত্রদলের সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের সমাবেশের সামনে একটি এবং মধুর ক্যান্টিন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। এ নিয়ে গত দুই সপ্তাহে ক্যাম্পাসে কমপক্ষে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে ‘পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলা’র প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলায় এসে সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনটির প্রায় দুই শতাধিক নেতা-কর্মী। সমাবেশে ইকবাল হোসেন শ্যামলের বক্তব্য চলাকালে অপরাজেয় বাংলাসংলগ্ন কলা অনুষদের ডিন অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে মধুর ক্যান্টিন এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, একজন লোক মোটরসাইকেলে করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে গেছে। ক্যাম্পাসে বার বার ককটেল বিস্ফোরণের ঘটনায় শুরু থেকেই ছাত্রদলকে সন্দেহ করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদেরকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিতে ষড়যন্ত্র করে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর