বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিয়ানমারসহ ৭ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ হচ্ছে

দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এর খবর

প্রতিদিন ডেস্ক

মিয়ানমার, বেলারুশ, ইরিত্রিয়া, কিরগিজস্তান, নাইজেরিয়া, সুদান এবং তানজানিয়ার লোকজনকেও যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধ/সীমিত করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। খবর : এনআরবি নিউজের।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন নির্দেশ শিগগিরই জারি করা হচ্ছে বলে হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে বিশ্বখ্যাত দৈনিক  ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ২২ জানুয়ারি জানিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর  কোরিয়াসহ মুসলিম অধ্যুষিত ৭ দেশের নাগরিকের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধের আদেশ জারি করেন। দেশগুলো হচ্ছে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন। ভেনেজুয়েলার রাজনীতিকদেরও নিষিদ্ধের আওতায় রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা থেকে। এমন নির্দেশের বিরুদ্ধে ফেডারেল কোর্টের স্থগিতাদেশের মধ্যেই নতুন নির্দেশ জারির আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর