বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাস্কর্য ও মূর্তি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে

-ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ নিয়ে ভুল বোঝাবুঝি আছে। আর ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যে  কোনো সমস্যার সমাধান করা যায়। গতকাল সচিবালয়ে ‘রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ)’ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, উস্কানিমূলক বক্তৃতা বিবৃতির বিষয়ে সবাইকে আরও সংযত হতে হবে। ভাস্কর্য ও মূর্তির বিষয়টি আর আলোচনায় না নিয়ে আসার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।

 বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ থেকে ওমরা পালনে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলেও সীমিত আকারে ওমরা করতে যেতে পারবেন। আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর