রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে সেশনজট কমাতে অনলাইন পরীক্ষাই ভরসা

আকতারুজ্জামান

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীরা সেশনজটের সম্মুখীন হয়েছেন। বিশ্ববিদ্যালয় খুলে না দেওয়ায় সেশনজট কমাতে অনলাইনে পরীক্ষা নেওয়াই এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীর পরীক্ষা নিতে শুরু করেছে। অনলাইন পদ্ধতির পরীক্ষায় নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষার আয়োজনে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

তথ্যমতে, ৬ মে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা চালুর সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। ইউজিসি সুপারিশে জানায়, কীভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে তা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায়  আলোচনা করে ঠিক করতে হবে।

সর্বশেষ খবর