মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে হত্যার আগে আওয়ামী লীগ বিরোধী ক্ষেত্র তৈরি করা হয় : লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আগে আওয়ামী লীগ বিরোধী ক্ষেত্র তৈরি করা হয়েছিল। এর পিছনে ছিলেন জিয়াউর রহমান। আর তার পিছনে ছিল কয়েকটি দেশ। তারপর বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। শুধু কিছু সেনাসদস্য এই হত্যাকাণ্ড ঘটায়নি।’ জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম ও আকবারুল হাসান মিল্লাত, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান প্রমুখ। লিটন আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার আগে তখনকার কয়েকটি সংবাদমাধ্যম সরকারকে ব্যর্থ প্রমাণে নানা নেতিবাচক সংবাদ প্রকাশ করে। কিন্তু এখন বঙ্গবন্ধুর সব কাজেরই সত্য খবর বের হয়ে আসছে। দেখছি, আর অবাক হচ্ছি। দেশের এমন কোনো খাত নেই যার উন্নয়নে বঙ্গবন্ধু কাজ করেননি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর