শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রোটোটাইপ রিকশা ভ্যান প্রদান জাইকার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে নবনির্মিত দুটি ওয়ার্ড অফিস এবং ৩৫টি প্রোটোটাইপ রিকশা ভ্যান হস্তান্তর করেছে জাইকা। গতকাল জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ সাহেকি তাকেশি মেয়র কার্যালয়ে এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কাছে এসব হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ ছাড়া তিনি সব ধরনের সহায়তার জন্য বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে এই প্রোটোটাইপ রিকশা ভ্যানের জন্য জাইকাকে বিশেষভাবে ধন্যবাদ জানান। জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ সাহেকি তাকেশি চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে কাজ করতে পারাটা জাইকার জন্য মূল্যবান অভিজ্ঞতা এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। দীর্ঘদিন ধরে সিসিসির উন্নয়নে অবদান রেখে আসছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা। তারই ধারাবাহিকতায় জাইকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ৩১ নম্বর ও ৩৯ নম্বর ওয়ার্ডের দুটি কার্যালয়ের নির্মাণ ও সজ্জিত করার কাজ করা হয়েছে। এই কার্যালয় থেকে মডেল ওয়ার্ডভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর