রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বরিশাল বিসিকে জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিসিক শিল্পনগরীতে ফরচুন সুজ নামে একটি জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সোয়া ৩টার দিকে তিনতলা কারখানার দ্বিতীয় তলায় ওয়ারহাউস কক্ষে (স্টোর রুম) এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানোয় তেমন কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল সোয়া ৩টার দিকে বিসিক শিল্পনগরীর মধ্যে থাকা ফরচুন সুজ ফ্যাক্টরির দ্বিতীয় তলায় ওয়্যারহাউস কক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ধোঁয়ার কুন্ডলী দেখে শ্রমিক-কর্মচারীরা চিৎকার দেন। এ সময় ফ্যাক্টরির কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। শ্রমিক-কর্মচারীদের নিরাপদে বের করাসহ ওয়্যারহাউস থেকে যাবতীয় কাঁচামাল সরানোর কাজ শুরু করেন তারা।

 খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নেভাতে গিয়ে দুজন শ্রমিক কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শ্রমিকরা।

বলিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, দোতালায় কাঁচামালে আগুন লেগেছিল। বড় ধরনের ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কীভাবে আগুন লেগেছিল তা তদন্তে জানা যাবে।

তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন কোম্পানির জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর কবির। তবে ঢাকায় অবস্থানরত ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মুঠোফোনে বিষয়টি নাশকতার আশঙ্কা করছেন বলে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর