বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে সরকারি পাঁচটি পরিত্যক্ত বাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশী নয়াশহর এলাকা থেকে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা পাঁচটি সরকারি অর্পিত সম্পত্তির বাড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী  কমিশনার (ভূমি) মো. উমর ফারুকের নেতৃত্বে এসব সম্পত্তি উদ্ধার করা হয়। এ সময় গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী পূষণ চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, সৌরজিত বড়ুয়া ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এসআই মো. নুরুল আবছারসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপূর্তের প্রতিনিধির কাছে বাড়িগুলো বুঝিয়ে দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক বলেন, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড, চট্টগ্রামের ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক একজন নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি পরিত্যক্ত বাড়িগুলো হলো- খুলশী নয়াশহর এলাকার ৭১ নম্বর, ৭২ নম্বর, ৭৩-৭৪ নম্বর, ৭৬ নম্বর ও ৮৯ নম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর