বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন আর বেশি দূরে নয়। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে। সে সমাবেশ সরকারের পরিবর্তন ঘটাবে সেটা আমরা বলতে পারি না। কিন্তু দেশের মানুষ সরকারের পরিবর্তন ঘটাবে। তাদের প্রত্যাশা বিএনপির প্রতি বেশি। ইনশাআল্লাহ সরকারের পতন হবেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নোমান এসব কথা বলেন। ‘প্রাণী খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি : বিপর্যস্ত পোলট্রি ও ডেইরি খামার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ঢাকা মহানগর উত্তর শাখা। ঢাকা মহানগর উত্তর এ্যাবের সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসানুল হক।