নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমা আক্তার নামে এক যুব মহিলা লীগ নেত্রীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা যুবলীগ নেতা আবদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে দুই নারীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম করেছে। সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব আতলাশপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাঞ্চন পৌরসভা যুবলীগ নেতা আবদুর রহমানের স্ত্রী সোনিয়া (৩০) ও তার ভাগ্নি স্বপ্না আক্তার (২৫)। যুবলীগ নেতা আবদুর রহমান বলেন, ‘২৬ মার্চ কায়েতপাড়া ইউনিয়নের নাওড়ায় রংধনু গ্রুপের স্থায়ী কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমি এবং আমার লোকজন যোগ দেন। অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভুলতা ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুমা আক্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে সুমা আক্তারের নেতৃত্বে নিসাত মোল্লা, নজরুল, খোকন, রাহুল, রুহুল আমিনসহ অজ্ঞাত ৩০-৪০ জন সন্ত্রাসী কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আওয়ামী লীগের সেই কার্যালয়ে ভাঙচুর করে। পরে তারা আমার বসতবাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে। এ সময় আমার স্ত্রী সোনিয়া ও ভাগ্নি স্বপ্না আক্তার বাধা দিলে হামলাকারীরা তাদের শ্লীলতাহানি করে। হামলাকারীরা তাদের বেধড়ক পিটিয়ে জখম করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর আগে হামলাকারীরা আমার ঘরে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমার স্ত্রী ও ভাগ্নিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।’ এ ঘটনায় আবদুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
- ৪ দফতরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নিবন্ধন শুরু
- ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত
- ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
- তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে
- বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
- দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে বলল সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো