মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আগ্রহ প্রমাণ করে দেশে একটি স্বচ্ছ, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে এবং তাদের আগমন ভালো নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। ইউরোপীয় ইউনিয়নসহ দেশি-বিদেশি সংস্থার পাশাপাশি ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লীগ পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতেই প্রমাণিত হয় যে দেশে নির্বাচনী ঢেউ বয়ে যাচ্ছে। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং এখনো যারা নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ক্রমাগতভাবে অবরোধ ডাকছে তারাও বুঝতে পেরেছে যে, জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে।

 শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, শরিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তাদের সঙ্গে সমঝোতা হবে বলে আশা করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী সব সময় নির্বাচনে থাকে। আমাদের দল থেকে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আবার আমাদের দল করেন না, এমন অনেকেই হয়েছেন। তাদের অংশগ্রহণ নির্বাচনকে উৎসবমুখর করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের অভ্যন্তরে আলোচনা হয়নি, প্রয়োজন হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্যমন্ত্রী বলেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নির্বাচন কমিশন অত্যন্ত বলিষ্ঠ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন, বিভিন্ন থানার ওসিদের বদলি, ইউএনওদের বদলি এমন কি ডিসি বদলি। পূর্বের নির্বাচন কমিশনগুলোর সময় এতো ব্যাপকহারে বদলি ঘটেনি। এরমাধ্যমে নির্বাচন কমিশন কতটা স্বাধীন ও শক্তিশালী তা দৃশ্যমান হয়ে উঠছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর