আজ ব্যাংক হলিডে। এ উপলক্ষে দেশের সব ধরনের ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব অফিসে শুধু প্রশাসনিক ও অভ্যন্তরীণ হিসাবনিকাশ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাবনিকাশ সমন্বয় করে অর্ধবার্ষিক প্রতিবেদন তৈরি করে।
এই কাজটি সময়সাপেক্ষ ও গুরুত্বপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বিঘ্নে কাজের সুযোগ করে দিতে এ দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। ব্যাংকের কোনো শাখা থেকে আজ টাকা জমা বা উত্তোলন করা যাবে না। চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট ও পে অর্ডার বন্ধ থাকবে। এটিএম লেনদেন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ সব ধরনের কার্যক্রম চালু থাকবে।