রংপুরে তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তারা। গতকাল দুপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মুসা। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, উজানের তীব্র স্রোতের কারণে তিস্তা সেতুর রক্ষা বাঁধ ক্রমাগত ভাঙছে। এতে করে তিস্তা সেতু, রংপুর-লালমনিরহাট যোগাযোগের পাকা সড়ক এবং চর শংকরদহ গ্রাম হুমকিতে রয়েছে। যেহেতু বাঁধটি এলজিইডি তৈরি করেছিল, তাই কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন।
তারা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার কথা জানিয়েছেন। শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করবে এলজিইডি।
গত এক সপ্তাহ ধরে তিস্তায় পানি বৃদ্ধির ফলে লক্ষ্মীটারী তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার ব্লক ধসে গেছে।