বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ ২০০১ সালের পরে আর কখনো ভোট দিতে পারেনি। পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাধারণ মানুষকে কখনো তারা ভোট কেন্দ্রে যাওয়ারই সুযোগ দেয়নি। দেশের মানুষ তাই একটা নির্বাচন চায়, সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তাই তারা নির্বাচন চায়। গতকাল দুলুর পিতা মরহুম ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য তত ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
দুলুর নিজ গ্রাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর জামে মসজিদে বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
দুলু বলেন, আওয়ামী লীগ ১৫ আগস্ট কাউকে কোনো দিবস পালন করতে দেয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিনে জন্ম গ্রহণ করেছেন। দুলু বলেন, বাংলাদেশে খালেদা জিয়ার মতো গুণী মানুষের জন্ম না হলে আজ দুলুর মতো এমপি মন্ত্রী বা নেতার জন্মও হতো না। তাই তিনি বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।