খুলনায় রোটারী স্কুলের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খালিশপুর গাবতলা, পৌরসভা মোড় হয়ে স্কুলে এসে শেষ হয়। বেলুন ও কবুতর উড়িয়ে মূল আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। এরপর কেক কাটা, মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রাক্তন শিক্ষার্থীদের একে অপরকে বহুদিন পর দেখে জড়িয়ে ধরতে দেখা যায়।
বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উপস্থিতিতে রোটারী স্কুলের পরিবেশ ছিল উৎসবমুখর।