বান্দরবানের আলীকদম সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসার মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশের সীমান্ত পিলার ৫৫ ও ৫৬-এর লংপংপাড়া-বুচিডংপাড়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। ইয়াংরিংপাড়ার লোকজন জানায়, সীমান্তের ওপারে সংঘর্ষ শুরু হওয়ায় আমরা আতঙ্কে আছি। গোলাগুলির শব্দে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে গুলি এপারে চলে আসবে।
আমরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি।
?রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্র জানায়, এ ব্যাটালিয়নের অধীনে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ এবং ৫৬-এর মধ্যবর্তী স্থানে শূন্য লাইন থেকে মিয়ানমারের ভিতরে লংপংপাড়া নামক স্থানে এবং বুচিডং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসার মধ্যে গোলাগুলি হয়। তবে সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সব বিওপিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।