বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জুলুম- নির্যাতন ও জঙ্গি শাসনের মধ্য দিয়ে দেশটাকে পরিচালনা করেছিল হাসিনা। গণতন্ত্রের নামে উন্নয়নের নাটকীয়তায় লুটপাট করেছে তারা। গত ১৭ বছর বর্বর যুগের অধ্যায় তৈরি করেছিল আওয়ামী লীগ। মানুষের হৃদয়ে স্থান করতে পারেনি, তাই আজ ১৫ই আগস্ট শেখ মুজিব হত্যার বিচার নিয়ে আলোচনার সুযোগ পায়নি। জনগণের জন্য নয়, পিতা হত্যার প্রতিশোধ নিতে এসেছিল হাসিনা। এটি সাধারণ মানুষের সব সময় বলাবলি ছিল। গত শত বছর ধরে মা-বোনেরাও নির্যাতনের শিকার হয়েছে। দেশের মানুষের প্রতি দরদ হাসিনার কখনো ছিল না বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এ্যানি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান ও মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।