ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। রহস্যের জট খুলতে এবার আরও এক ধাপ এগোল তদন্ত।
জুবিনের মৃত্যু তদন্তে সিঙ্গাপুর যাচ্ছেন আসামের বিশেষ তদন্তকারী দল। আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
১০ সদস্যের এই টিম গঠন করা হয়েছে ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে, যারা সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিবিড় সমন্বয়ে তদন্তের কাজ সম্পন্ন করবেন।
ঘটনার দিন জুবিন একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। তবে শো-এর আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর পেছনে কোনো গাফিলতি বা অন্য কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে অসম সরকার বদ্ধপরিকর।
মুখ্যমন্ত্রী আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন, স্যামকানু মহন্তকে, যিনি অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, আগামী দুই দিনের মধ্যে হেফাজতে নেওয়া হবে। এছাড়া জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মাকেও দ্রুত আটক করা হবে, যদি না তিনি আত্মসমর্পণ করেন।
বিডি প্রতিদিন/আশিক