দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সোহাগ পাটোয়ারী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিনের ব্যবধানে মোট পাঁচ প্রতারককে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতরা হলেন সেলিম (৪০), তরিকুল ইসলাম (৪০), আতিক (৩৮), আবদুল হাই সোহাগ (৩৫) ও সোহাগ পাটোয়ারী (৪০)। গত ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হয়। দুদক ওই পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। পুলিশ সুপার পদমর্যাদার কর্মরত একজন পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রতারকচক্রটিকে শনাক্ত করে চক্রের হোতা সেলিমসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম পরিচয় ও ছবি হোয়াটসআ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। চক্রটির বিরুদ্ধে রবিবার রমনা মডেল থানায় একটি মামলা হয়েছে।