রাজধানীর পূর্ব রামপুরায় একটি অ্যাপার্টমেন্টে কলেজপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল আলী রাজি জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেহেদী হাসান মাহিম নামে এক যুবক ওই ছাত্রীকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যান। সেখানে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পরে ভুক্তভোগী ছাত্রী সকালে থানায় গিয়ে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাহিম পলাতক।
এসআই আরও জানান, ভুক্তভোগীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী। মেহেদী হাসান মাহিমের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল সারাদিন তারা একসঙ্গে ছিলেন এবং পরে মাহিমের বাসায় যান। সেখানেই শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানিয়েছেন, এর আগেও তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তবে অভিযুক্ত মাহিম বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় শিক্ষার্থী থানায় এসে মামলা করেছেন।