রাজধানীর শ্যামপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে বকা খাওয়ার পর এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ খবর পেয়ে গতকাল দুপুরে পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির নাম মো. রাজিব (২২)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে থেকে শ্যামপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।