নেত্রকোনার চল্লিশাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২১) নামে যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। শুক্রবার রাতে তার বাড়িতে গিয়ে হামলা চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা সদরের বড় কাইলাটি গ্রামের আলী ওসমানের ছেলে আলমগীর পাশের গ্রামের রনি (২০) ও তরিকুল (১৯) কাছে ৪ হাজার টাকা পান। আলমগীর একাধিকবার তাদের কাছে পাওনা টাকা চাইলে তারা ঘুরাতে থাকেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়া রনি ও তরিকুল নিজের দোকানের সামনে পেয়ে আলমগীর আটকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা করেন।
এর জেরে পরদিন রাতে রনি ও তরিকুলসহ ১০-১২ জন প্রথমে আলমগীরকে মারধর করেন। পরে তার বাড়িতে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালালে আলমগীরের ছোট ভাই জাহাঙ্গীর ঘর থেকে বের হন। এ সময় হামলাকারীরা জাহাঙ্গীরকে মারধর করে। প্রতিবেশীদের সহযোগিতায় স্বজনরা জাহাঙ্গীরকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক ময়মনসিংহে পাঠান। গতকাল জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নেত্রকোনা মডেল থানার পরিদর্শক ((তদন্ত) চম্পক দাম বলেন, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।