দুই দিনে সাপের কামড়ে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। তার মধ্যে আটজনের পরিচয় শনাক্ত হয়। এদের মধ্যে বদরগঞ্জ উপজেলার তিনজন এবং অন্যান্য এলাকার পাঁচজন রয়েছেন। রমেক হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আরেফিন জানান, দুই দিনে সর্পদংশনে ১৫ জন রোগী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তারা হলেন- বদরগঞ্জের আশরাফুলের স্ত্রী নুরবানু (২৮), সাঈদুল হক (২৫), রঞ্জিত চন্দ্র (৫০), সাফিয়া খাতুন (৪০), মিঠাপুকুরের আতিফা খাতুন (৩৫), সুন্দরগঞ্জের রাকিব হাসান (২০), পীরগঞ্জের ভেন্ডাবাড়ির মধুচন্দ্র রায় (২৬) ও পাগলাপীর এলাকার রফিক ইসলাম (৩৫)। তাদের মধ্যে কয়েকজনকে শারীরিক অবস্থা বিবেচনা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে আহত রোগীরা জানায়, তারা মাঠেঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় বিষধর গোখরা সাপ তাদের দংশন করে। সপ্তাহখানের আগে বদরগঞ্জের বাতাসন ঘুনুর গ্রামের ভোলামিয়া (৪৫) সর্পদংশনে মারা যান।