কোটা সমস্যার সমাধান হয়ে যাওয়ায় কোটা আন্দোলনকারীদের অর্জিত বিজয় ধরে রেখে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ’৯০-এর গণ অভ্যুত্থানের ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। এ সময় তারা বলেন, কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি-জামায়াত-জঙ্গিরা অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে ছাত্রছাত্রীদের সজাগ থাকতে হবে। এ ছাড়া দেশ-বিদেশে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান তারা।
গতকাল বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ অফিসে ’৯০-এর গণ অভ্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী ছাত্রসংগ্রাম পরিষদের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনগুলোর বর্তমান নেতৃবৃন্দের বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও নির্দেশনার আলোকে সরকার কর্তৃক দ্রুত পরিপত্র জারি করে কোটা সমস্যার সমাধান হয়ে যাওয়ায় আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান তারা।
বৈঠকে ছাত্রনেতারা কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত-জঙ্গিবাদী শক্তির সুপরিকল্পিত, সুসংগঠিত, ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকা , পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা প্রদান, নারী সাংবাদিকদের নির্যাতন ও শ্লীলতাহানির তীব্র নিন্দা জানান। তারা কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত-জঙ্গি অশুভ শক্তির সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য রাজনীতির বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান।
জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহিল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, জাসদ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ মোহসীন, জাসদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপন, সাবেক সভাপতি সাব্বাহ আলী কলিন্স, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোশাহিদ আহমেদ, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্র অন্দোলনের সাবেক সভাপতি ইউনুস সিকদার, বর্তমান ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জাসদ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।