দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কার করে। এ ছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে।
বহিষ্কৃৃতরা হলেন- বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখার সদস্য সচিব টিপু খান। শোকজ নোটিস দেওয়া হয়েছে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর খানকে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুবেল হোসেন হাওলাদার ও টিপু খানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম মিঞা ও সদস্য সচিব রিয়াজ উদ্দীন মৃধা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর খানকে শোকজ নোটিস দিয়েছেন।