অধ্যাপক আলী রীয়াজ আবারও ‘আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ (এআইবিএস)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন অধ্যাপক রেবেকা ম্যানরিং। তাঁরা ২০২৪-২৮ মেয়াদে নির্বাচিত হলেন। এর সেক্রেটারি অধ্যাপক দীনা সিদ্দিকী নির্বাচন পরিচালনা করেছেন মনোনয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে। আর সভাপতি পদে নির্বাচন হয়েছে মে মাসে এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হলো গত মাসে।
বাংলাদেশ নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের এমন ২৮টি বিশ্ববিদ্যালয় এআইবিএস’র সদস্য। বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় হলো এআইবিএস’র পার্টনার (ভোটার নয়)।