১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় ‘র’-এর ইন্ধনে এবং আওয়ামী লীগের পরিকল্পনায় ঢাকার গাজীপুর, আশুলিয়ায় ও আদমজী এলাকায় গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পোশাক খাতের অস্থিরতা বন্ধ করুন। গতকাল পুরানা পল্টন জাগপার কার্যালয়ে, যুব জাগপার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান বেকার সমস্যা ও সরকারের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান প্রমুখ।
জাগপা ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, জাগপা ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, যুব জাগপার সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, মনোয়ার হোসেন প্রমুখ।