সাংবাদিক এম মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
যাতে তাকে একটি বিদেশি মিশনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া যায়। যোগদানের তারিখ থেকে পরবর্তী (৩) তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারী। জাস্টনিউজবিডির প্রধান বার্তা সম্পাদক ছিলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। গণ অভ্যুত্থানেরর মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসে দেশে ফিরে আসেন মুশফিকুল ফজল আনসারী।