একাধিক মামলার আসামি, বিদেশে অর্থ পাচারকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত কবির আহমেদ ও মুসার বিরুদ্ধে এবার বিধবার সম্পত্তি দখলের অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আইনি নোটিস পাঠালেন জান্নাতুল ফেরদৌস নামের একজন বিধবা মহিলা।
জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনি নোটিসটি পাঠিয়েছে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন অ্যান্ড অ্যাসোসিয়েটস যিনি ড. মোহাম্মদ ইউনূসের আইনজীবী। নোটিসে ওয়ারিশ ও পৈতৃক সূত্রে ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করা ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। জান্নাতুল ফেরদৌসের স্বামীর মৃত্যুর পর তার প্রাপ্য ওয়ারিশানা সম্পত্তি ও কোম্পানির আয়-ব্যয়ের হিসাব, বাড়িভাড়া ও ফ্ল্যাটসহ আর্থিক প্রতিষ্ঠানের পাওনাদি থেকে বঞ্চিত করেছেন কবির আহমেদ, মুসা আহমেদ ও আরিফ আহমেদ। ফলে বিধবা জান্নাতুল তার কোটি কোটি টাকার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ৩ ডিসেম্বর পাঠানো নোটিসের সুষ্ঠু সমাধান ও জবাব সাত দিনের মধ্যে না হলে জান্নাতুল ফেরদৌস প্রচলিত আইনে মামলার পাশাপাশি বেআইনি ও প্রতারণামূলক কর্মকাে র বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন। নোটিস গ্রহীতা কবির আহমেদ ও মুসা আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা হয়েছে। ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে বাড্ডা, শেরেবাংলা নগর থানা ও কোর্টে একাধিক মামলা দায়ের করেন।