রাজধানীর কদমতলীতে মুরাদপুর বাজারে পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বাদল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেকে বাদলের ভাই রানা বলেন, আমার ভাই মুরাদপুরে রাতুল মিয়ার বাড়ির নিচ তলায় পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করার জন্য নামেন। এরপর ওই ট্যাংকির পানিতেই তিনি ডুবে যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি কদমতলি থানা পুলিশকে জানিয়েছি।