রাজধানীর উত্তরার হোটেল গ্র্যান্ড ইন থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। প্রায় দুই ঘণ্টার অভিযানে ৮ জন নারী ও ১০ জন পুরুষকে আটক করা হয়। পরে যাচাইবাছাই শেষে তাদের অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক।
প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ রয়েছে।