রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আলোচিত দুই নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১ এর সদস্যরা। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ভাটারা থানার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন। তিনি বলেন, গতকাল পারভেজ হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য জানতে আলোচিত ওই ছাত্রীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় মোট ছয়জন বর্তমানে কারাগারে আছেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মাহাদী হাসানসহ আরেকজন দায় শিকার করে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে টিনার নাম উল্লেখ করেন।
জানা গেছে, গত ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এর পরের দিন ২০ এপ্রিল পারভেজের ফুপাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।