ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম হাওলাদারের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। গতকাল মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় তার দুটি ঘর পুড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
তামিম হাওলাদার ব্রাহ্মন্দীর এরশাদ হাওলাদারের ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন- একই গ্রামের কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের যতন্দ্রীনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম হাওলাদারের বাড়িতে গতকাল সন্ধ্যায় আগুন দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রেপ্তার অন্য দুজনের বাড়িতে আগুন বা ভাঙচুরের কোনো খবর পাইনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।