কয়েকদিন খরার পর গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বগুড়ায়। টানা তিন ঘণ্টা বৃষ্টির পানিতে শহরে প্রাণকেন্দ্র সাতমাথা, বাদুরতলা, স্টেশন সড়ক, সেউজগাড়ি পানির টাংকি এলাকা, সরকারি আজিজুল হক কলেজ চত্বর, খান্দার ও শেরপুর সড়কের কলোনি বাজার এলাকায় হাঁটুপানি জমে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক, শিক্ষার্থীসহ পথচারীরা।
জানা যায়, বগুড়া শহরে প্রতিদিন লাখো মানুষের সমাগম হয়। প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার মুক্তমঞ্চের সামনে, জিলা স্কুল প্রাচীরসংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে বৃষ্টির পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। পাকা রাস্তার পাশে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়।