রাজধানীর বনানীতে হোটেল জাকারিয়ায় দলবেঁধে প্রবেশ করে ভাঙচুর ও নারীর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম স্যার মনির। গতকাল দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই এমদাদ বলেন, স্যার মনির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনার হোতা সেই মনির নয়। সিসি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত ১ জুলাই রাতে মহাখালী ওয়ারলেস গেটে এ কে খন্দকার রোডে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। পরদিন বুধবার হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ভাঙচুর ও দুই নারীর ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আসামি করে বনানী থানায় মামলা হয়। এ মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার বাদী হোটেল জাকারিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক এজাহারে উল্লেখ করেন, গত ৩০ জুন রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া হোটেলে গিয়ে একটি ভিআইপি রুম ভাড়া নিতে চান। এ সময় সব ভিআইপি কক্ষে অতিথি থাকায় মনিরকে রুম দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। পরবর্তীতে মনির হোসেন জাকারিয়া হোটেলের বারে বসে খাবার খান এবং মদপান করেন। খাবার শেষে স্থানীয় নেতা পরিচয় দিয়ে বিলে ডিসকাউন্ট দাবি করেন। হোটেল কর্তৃপক্ষ তাকে ডিসকাউন্ট দিয়ে বিল দেয়। বিল পরিশোধের পর তাকে ভিআইপি রুম না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জাকারিয়া হোটেল এবং বারের স্টাফদের দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে চলে যান মনির।