অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে মানুষ সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে। ব্যালান্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে?’ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ নবীনগরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। তার মধ্যে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক প্রশস্তকরণ, ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর-বাঞ্ছারামপুর হয়ে ঢাকায় যাওয়ার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।’ ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামি ব্যাংক এর একটি উদাহরণ। এ ব্যাংকে আস্থা ফিরে আসছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা মার যাবে না। একটু সময় লাগতে পারে। বিগত সরকারের আমলে দেশের অনেকেই প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। তারা ব্যাংকগুলো ধ্বংস করে গেছেন। পৃথিবীর কোনো সভ্য দেশে এ রকম ঘটনা ঘটেনি।’ এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলামসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।