বগুড়ায় পৃথক মামলা চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই সভাপতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল করিম (৪৫) এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক (৩০)। তারা উভয়ই পাঁচকাতুলী গ্রামের মৃত শাজাহান মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট এলাকা থেকে আপন দুই ভাই রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল করিম এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হককে গ্রেফতার করা হয়। তারা দুই ভাই দীর্ঘদিন ধরে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শাজাহানপুরের সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় চাঞ্চল্যকর সাগর ও স্বপন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি হযরত আলীকে মঙ্গলবার শেরপুরের কৃষ্ণপুর ছোনকা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। হযরত আলী শাজাহানপুর উপজেলার দাড়িকামারি বয়ড়াদিঘী মহল্লার ইউনুস আলীর ছেলে। এদিন আরেকটি অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি রতন হাসানকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ। তিনি মালতিনগর দক্ষিণপাড়ার আব্দুল হান্নানের ছেলে।
বিডি প্রতিদিন/নাজমুল