চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নুরুল আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে যাওয়ার পথে বাঁশখালীর পুঁইছড়ি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশের দাবি, সাংবাদিক পরিচয়ে ওই ব্যক্তি ইয়াবা পাচার করে আসছেন।
গ্রেফতারকৃত নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি একটি দৈনিকের কক্সবাজার কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশ জানায়, গোপনে ইয়াবা পাচারের সাংবাদ পেয়ে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়ন ১নং ওয়ার্ডের ফুটকালী ব্রিজের দক্ষিণে সড়কের ওপর তল্লাশিচৌকি বসানো হয়। তল্লাশি চলাকালে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তাঁর মোটর সাইকেলটিতেও দুটি স্টিকার লাগানো ছিল। এর মধ্যে একটিতে কেবল ‘প্রেস’ লেখা, অন্যটিতে ‘প্রেস’ লেখার সঙ্গে একটি সংবাদপত্রের নাম ও কার্যালয়ের ঠিকানা দেওয়া। তবে তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাঁকে তল্লাশি করে। এ সময় তার কাছে ইয়াবা বড়িগুলো পাওয়া যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে ইয়াবা বড়ি পাচারের সময় সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম