বরিশাল নগরীর বেলভিউ মেডিকেল সার্ভিসেস ও হাসপাতাল কর্তৃপক্ষকে অব্যবস্থাপনার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাফিনুর রহমান জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) তথ্যে অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন। এ সময় অবহেলাজনিত কারনে সেবাগ্রহীতার স্বাস্থ্য, অর্থ ও জীবনহানির সম্ভাবনার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষনিকভাবে জরিমানা অর্থ আদায় করা হয়েছে। অভিযানে ডেপুটি সিভিল সার্জন শওকত আলী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম